আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
রাকিবুল ইসলাম : সারাদেশ জুড়ে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার দেশকে অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২ টায় জেলা বিএনপির আয়োজনে শহরের শহীদ আলাউদ্দিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরে প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি যুগ্ন আহবায়ক তাসকিন আহমেদ চিশতির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
এসব প্রধান অতিথির বক্তব্যে আবুজাহায় ডাবলু বলেন, আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য এই লকডাউন দিয়েছে, সেই কারণে সারা বাংলাদেশে গুপ্তচড়া হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীলতার করার চেষ্টা চালাচ্ছে। বিএনপি এবং সাধারণ জনগণ তা প্রতিহত করার জন্য প্রস্তর আছে।

No comments