টানা ১১তম দিনের মতো সাতক্ষীরা-৩ আসনে অধ্যাপক ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় উত্তাল কালিগঞ্জ — তৃণমূল বিএনপি’র বিশাল অবস্থান কর্মসূচি
সাতক্ষীরা প্রতিনিধি, রাকিবুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফুঁসছে সাধারণ জনগন ও তৃণমূল নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জ বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় বিএনপি’র কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের প্রায় ১৫ হাজার লোকের সমগম হয়।
বক্তারা অভিযোগ করেন, “অধ্যাপক ডা. শহিদুল আলম দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি দলের একনিষ্ঠ ও ত্যাগী নেতা এবং এলাকার মানুষের প্রিয় মুখ। তার জনপ্রিয়তা, ত্যাগ ও দলের প্রতি নিবেদন উপেক্ষা করা তৃণমূল নেতাকর্মীদের মনে গভীর ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।” বক্তরা কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশে বলেন, “আমরা চাই, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অধ্যাপক ডা. শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ আসনে দলীয় মনোনয়ন প্রদান করা হোক। অন্যথায় তৃণমূল নেতাকর্মীরা এই সিদ্ধান্ত মেনে নেবে না।”
বক্তারা একযোগে ঘোষণা দেন, “তৃণমূলের প্রত্যাশা একটাই অধ্যাপক ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে, নইলে বিএনপি’র ঘাঁটি কালিগঞ্জ-আশাশুনির কর্মীরা মাঠ ছাড়বে না।”
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইলুর জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম ফরহাদ, সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর সেলিম, মিলন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়কসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

No comments