শত শত কোটি টাকা আত্মসৎকারী প্রগতি এনজিওর প্রাণ নাথ আটক
শত শত কোটি টাকা আত্মসৎকারী প্রগতি এনজিওর প্রাণ নাথ আটক
বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আলোচিত এনজিও মালিক প্রতারক প্রান নাথ দীর্ঘদিন যাবত ওয়ারেন্ট এ পলাতক থাকার পর আটক করেছে সদর থানা পুলিশ। প্রগতি এনজিওর নামে গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে এই প্রাণনাথ। সাতক্ষীরা জেলার সেরা প্রতারক হিসেবে সবাই তাকে চিহ্নিত করেছে। সে বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার প্রগতি এনজিওতে কোটি টাকা সঞ্চয় জমা করিয়েছে। কিন্তু সে গ্রাহকের কোন টাকা আজও পর্যন্ত ফেরত দিতে পারেনি। তার এই প্রতারণা সাথে জড়িত ছিল তার আত্মীয়-স্বজন এবং সাতক্ষীরার কিছু হিন্দু সম্প্রদায়ের প্রভাবশালী লোক। সে প্রগতি এন্টারপ্রাইজের নামে একটি গ্যাস এর ব্যবসা পরিচালনা করতো। সে ব্যবসা ও এখন উদাও। দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পরে পুলিশের হাতে আটক হয় পরে জামিন নিয়ে বাংলাদেশে ফেরত আসে। তার নামে রয়েছে ইন্ডিয়ান নেপাল শতক শত কোটি টাকা সম্পত্তি। কিন্তু সে সুকৌশলে গ্রাহকের টাকাগুলো আত্মসাৎ করে ফেলেছে। হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব। অনুসন্ধান সূত্রে জানা যায় প্রাণনাথ মোটা অংকের টাকার বিনিময়ে বড় বড় প্রতিষ্ঠানের পদ বাগিয়ে নিত। সর্বশেষে মানুষের ভরসা অর্জনের জন্য কুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রাপ্তি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু সে নির্বাচনে পরাজয় বরণ করেন। এছাড়া তার এনজিও চাকরি করা বহু নারীর জীবন সে ধ্বংস করেছে বলে এনজিও কর্মীদের কাছ থেকে তথ্য পাওয়া যায়। প্রাণ নাথ আটকে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আনন্দিত এবং গ্রাহকরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

No comments