সাতক্ষীরায় গৃহবধূ সাথীর ধর্ষণের অভিযোগ মতিউর রহমানের বিরুদ্ধে এলাকায় মানববন্ধন
মোঃ হাফিজঃ
সাতক্ষীরায় সদর উপজেলার কুলিয়া ইউনিয়নের চরবালিথা গ্রামের ৯নাং নম্বর ওয়ার্ডের গৃহবধূ কে ধর্ষণ করেন। একেই এলাকার মৃত্যু গহর মোড়লের ছেলে মোঃ মতিউর রহমান (৩০) ঘটনাটি ঘটে, গত বৃহস্পতিবার আনুমানিক রাত আট্টার দিকে, গোপন সূত্রে জানতে পেরে গ্রামের জনতার হাতেনাতে ধরা পড়েন সাথী ও মতিউর রহমান, তারপর থেকে গত তিনদিন মতিউর রহমানের বাড়িতে অনসনে আছেন সাথী, সাথীর দাবি মতিউর আমার সংসার ছাড়তে বাধ্য করেছে মতিউর। এখন সাথী কে বিয়ে করবেনা বলে জানান মতিউর, এলাকাবাঁশি জানান ধর্ষণের ঘটনাটি ঘটে চরবালিথা গ্রামের মোঃ মতিউর রহমানের নিজ বাড়ি গোয়াল ঘরে। জানা গেছে বিগত চার থেকে পাঁচ বছর তাদের এ পরকীয়া সম্পর্কে চলতে থাকেন, মতিউরের কথা মতো সাথী তার সংসার ছেড়ে চলে আসেন নিজ বাপের বড়িতে। মতিউর এই সুজুকটা প্রতি নিয়েতো শারীরিক সম্পর্কে জড়িত থাকতেন। এ ঘটনায় স্থানীয় মুরুব্বীদের নিয়ে বসতে চাইলে মতিউর রহমান বাড়িথেকে পালিয়ে যায়। এলাকার মুনস্টার তরুণ সংঘ ক্লাবের সদস্যরা বিষয় টা দেখবেন বলে আশ্বাস দেন,সাথী খাতুন ও তার বাবা মোক্তার কে।

No comments