ads

শিরোনাম :

একুশে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ



সজিবুল ইসলাম নড়াইল: একুশে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ।😭 তিনি ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। বিজয় সরকার একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।

 তিনি ১৮০০-এর বেশি গান লিখেছেন। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। এই মরমী সাধক ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে পরলোকগমন করেন। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। 

তার দুই ছেলে কাজল ও বাদল অধিকারী ভারতে বসবাস করেন। বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

শিল্পকলায় বিশেষ অবদানের জন্য এই সুর সম্রাট ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন । তারা অসংখ্য কাল যে গান রয়েছে যা আজও সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী কোটি কোটি মানুষের মুখে মুখে। 

এর ভিতর অন্যতম, পোষা পাখি উড়ে যাবে সজনী, এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক,,,শিল্পীর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। 

No comments