ads

শিরোনাম :

নড়াইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবকের অকালমৃত্যু; এলাকায় শোকের ছায়া।

 


নড়াইল প্রতিনিধি: এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নড়াইল সদর উপজেলার সোভারঘোপ গ্রামের কৃতি সন্তান (মোঃ সোহান মীর) পিতা: মোঃ মনির মীর অকালে প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

💔 দুর্ঘটনাস্থল ও যেভাবে ঘটলো বিপর্যয়

জানা যায়, গত ২৯ নভেম্বর রাত আনুমানিক ৯:০০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নড়াইল-লোহাগড়া সড়কের পাচুড়িয়া গ্রাম সংলগ্ন এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সোহান মীর গুরুতর আঘাত পান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার ফলে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসকরা নিশ্চিত করেন, অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় গুরুতর আঘাতই তার মৃত্যুর কারণ।

মরহুম মোঃ সোহান মীর নড়াইল সদর উপজেলার ৯নং সিংগাশুলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সোভারঘোপ মধ্যপাড়া, ঈদগা ময়দান সংলগ্ন এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তার অকাল প্রয়াণে কেবল পরিবার নয়, পুরো এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।

🕌 আজই জানাজার নামাজ

মরহুমের পরিবার ও এলাকার পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজ আজ রবিবার, ৩০ নভেম্বর, যোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে।

নড়াইলবাসী এবং এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের প্রতি অনুরোধ, আপনারা জানাজার নামাজে উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করবেন।

'ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'।

সজিবুল ইসলাম

No comments