ads

শিরোনাম :

পিটিয়ে পা ভেঙে পায়ে ইট বেধে পানিতে চুবিয়ে রেখেছিলো ছিতাইকারীরা

 


রসুলপুরে যুবকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় এক যুবকের টাকা ছিনতাই করে পিটিয়ে পা ভেঙে পায়ে ইট বেধে পানিতে চুবিয়ে রাখার অভিযোগ উঠেছে।

 বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় রসুলপুর গোরস্থান সংলগ্ন একটি মাঠের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ভুক্তভোগী শেখ শাওনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। সে শহরের মধুমল্লারডাঙ্গী এলাকার শেখ সম্রাটের ছেলে। 

ভুক্তভোগীর পিতা শেখ সম্রাট জানান, ‘মোটরসাইকেল কেনার জন্য তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়ার পর ও বাড়ি থেকে বের হয়।

 এরপর মধুমল্লারডাঙ্গী এলাকার রিপন, সানজিদুল, রাহুল, স্বাধীন শাওনকে ডেকে নিয়ে রসুলপুর এলাকায় যায়। সেখানে গিয়ে রিপন, সানজিদুল, রাহুল, স্বাধীনসহ অজ্ঞাত কয়েকজন যুবক তার কাছ থেকে মোটরসাইকেল কেনার ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

এতে বাধা দিতে গেলে শাওনকে তারা বেধড়ক মারপিট করে একটি পা ভেঙে দেয়। এরপর তারা শাওনের পায়ে ইট বেধে পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয়। শাওনের চিৎকারে স্থানীয়রা এসে শাওনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। 

বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।’ এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করবেন বলে জানান। এঘটনায় তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত না হওয়ার কারনে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

No comments