ads

শিরোনাম :

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৮০ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ

 


রাকিবুল ইসলাম সাতক্ষীরা :সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।


আজ ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকৃত বিভিন্ন পণ্য আটক করা হয়।


কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস-এর ৫ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাকডাঙ্গা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি, গোলাপ, চন্দন ও কাঁচা বিলা জব্দ করে।


এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস-এর ১১ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা এলাকা থেকে ২০ হাজার টাকা মূল্যের বাংলাদেশি শাড়ি আটক করে।


এতে সর্বমোট ৮০ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এসব পণ্য পাচার করা হচ্ছিল বলে জানায় বিজিবি। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে বলেও উল্লেখ করা হয়।


উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত রাখার জন্য স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন।


প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন—

কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি, এডি

লেফটেন্যান্ট কর্নেল

পরিচালক ও অধিনায়ক

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)

No comments