ads

শিরোনাম :

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আক্তারুল ও গোলাম এর জোকসা জোষে ঔষধ বানিজ্য

  


আবুল হাসান : “ঔষধের সাপ্লাই নেই” শব্দটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মেসি বিভাগে ঔষধ নিতে যাওয়া রোগী ও স্বজনদের কাছে বহুল প্রচলিত শব্দ। ডাক্তার দেখিয়ে হাসপতালের ফার্মেসিতে ঔষধ আনতে গিয়ে এই শব্দ শোনেননি এমন ব্যক্তি খুবই কম আছেন। অথচ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ময়লার স্তুপে, কখনো স্টাফদের রুমে আবার কখনো স্টাফদের বাড়িতেও বস্তাভর্তি ঔষধ পাওয়া গেছে এমন ঘটনা সংবাদের শিরোনাম হয়েছে কয়েকবার। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আজ রবিবার (১১ জানুয়ারি ) ভোর বেলায়। তবে ঘটনাটি কিছুটা ‘কোচো খুড়তে কেউটে’র মত অবস্থা। ঘটনাটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবক পদে কর্মরত মো. শাহিনুর ইসলামের একটি অনৈতিক কর্মকান্ড ঘিরে। জানা গেছে, ‘রবিবার ভোর বেলায় সাতক্ষীরা বাইপাস সড়কের পাশে খড়িবিলা সংলগ্ন এলাকায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবক মো. শাহিনুর ইসলামের ভাড়া বাড়িতে তিন বস্তু সরকারি ঔষধ পাওয়া যায় এতে একপর্যায়ে উঠে আসে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট আক্তারুল ইসলাম ও গোলামের সরকারি ঔষধ বিক্রয়ের অভিযোগ উঠে এসেছে  কয়েকজন যুবক সেই গন্তব্য লক্ষ করে মো. শাহিনুর ইসলামের ভাড়া বাড়িতে যায়। তবে শাহিনুরের ঘরের জ্বানালা দিয়ে ঘরের মেঝেসহ বিভিন্ন স্থানে সরকারি ঔষধের স্তুপ দেখে চোখ কপালে ওঠে ওই যুবকদের। পরে শাহিনুর ইসলাম ঘরের দরজা খুললে ভিতরে ঢুকে খাটের নীচে বস্তা ভর্তি আরও ঔষধের সন্ধায় পায় তারা। এসময় শাহিনুর ইসলাম অবৈধভাবে সরকারি ঔষধ সংগ্রহের চাঞ্চল্যকর তথ্য দেয়, তিনি আরও বলেন যে আমি তো চুনোপুঁটি আসল রাঘব বোয়ালদের আপনারা  কিছু করতে পারেন না, ফার্মাসিস্ট থেকে না দিলে আমরা এতগুলো ঔষধ পায় কোথায়  তার 

ভাষ্যমতে, এই ঔষধকান্ডে ডাক্তার থেকে শুরু করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মেসি বিভাগের প্রধান মো. গোলাম হোসেন, ফার্মেসি স্টাফ আক্তারুল ইসলামসহ অন্যান্য স্টাফদের জড়িত থাকার কথা জানা যায়।’ তবে ঔষধকান্ডে জড়ি থাকার কথা অস্বীকার করলেও কথার প্রেক্ষিতে বেরিয়ে পড়ে আরও চাঞ্চল্যকর তথ্য। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মেসি বিভাগে কর্মরত আক্তারুল ইসলামের বক্তব্যে জানা যায়, হাসপাতালে ডাক্তারদের সহকারী হিসেবে যেসব স্বেচ্ছাসেবক এবং আউটসোর্সিং স্টাফ আছেন তাদের অধিকাংশই ডাক্তার সিল ব্যবহার করে ডাক্তারের স্বাক্ষর নকল করে ঔষধ সংগ্রহ করেন স্টাফরা। তাদেরকে ঔষধ দিতে অস্বীকৃতি জানালে অনেকসময় ডাক্তারদের ফোন ধরিয়ে দেন সেসব স্টাফরা। ফলে ফার্মেসি বিভাগের কর্মচারীরা অসহায় হয়ে ঔষধ দিতে বাধ্য হন।’ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মেসি বিভাগের ইনচার্জ মো. গোলাম হোসেন জানান, ‘ডাক্তারের স্লিপ ছাড়া তারা কাউকে ঔষধ দেন না। তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবক মো. শাহিনুর ইসলামের ভাড়া বাড়িতে কীভাবে এত ঔষধ গেলো সে বিষয়ে তিনি কিছুই জানেন না।’ ‘ঔষধের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবক মো. শাহিনুর ইসলামের ভাড়া বাড়িতে পাওয়া ঔষধের ভিডিও দেখে তিনি দাবি করেন সেখানে সব ঔষধ সরকারি নয়।’ মো. গোলাম হোসেন আরও জানান, ‘আগামীতে যাতে হাসপাতালের কোন স্টাফ ঔষধ তুলতে না পারে সে বিষয়ে পরিচালক মহোদয়ের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে হাসপাতালের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই ঔষধকান্ডের ঘটনায় অভিযুক্ত মো. শাহিনুর ইসলাম আরও বলেন আক্তার ভাই গোলাম স্যার এমন ঔষধ আমার মতো অনেক স্টাফ এর কাছে বিক্রয় করে থাকে।  মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. কুদরত-এ-খোদা’র হোয়াটসঅ্যাপে মেসেজ এবং ফোন দিয়ে কোন উত্তর পাওয়া যায়নি।

No comments