ads

শিরোনাম :

মোসলেমা আদর্শ একাডেমির বার্ষিক পিঠা উৎসব ও শীতকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 


মোঃ হাফিজুল ইসলাম,  সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি কলেজ রোডের মুনজিতপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোসলেম আদর্শ  একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পিঠা উৎসব ও শীতকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান।


শনিবার (১০ জানুয়ারি ২০২৫) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একাডেমি প্রাঙ্গণ আনন্দ ও উৎসবে মুখরিত হয়ে ওঠে।


১৯৮১ সালে প্রতিষ্ঠিত মোসলেম একাডেমি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারের পাশাপাশি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমধর্মী ও আনন্দঘন এই আয়োজন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।


উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন যশোর থেকে আগাত বাংলাদেশের জনপ্রিয় নাশিদ শিল্পী এডভোকেট রোকনুজ্জামান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মাওলানা জাহিদুল ইসলাম এবং শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম।


সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোসলেম একাডেমির প্রশাসক খোরশেদ আলম।

হাজারো দর্শক—শ্রোতারা বিপুল আগ্রহ ও উৎসাহের সাথে আগাত শিল্পীদের গান, নাশিদ ও নাটক উপভোগ করেন।

No comments