ads

শিরোনাম :

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা বাড়াতে ‘সততা সংঘ’ পুনর্গঠন; দুদক এর শুরু।

 



ডেক্স রিপোর্ট :ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে এ করিম মাধ্যমিক বালিকা ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়সহ আরো দুটিতে 'সততা সংঘ' পুনর্গঠন করা হয়েছে।


রবিবার (৪/১/২০২৬) বেলা ১১টায় মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী সভাপতিত্বে বিদ্যালয়ের মেধাবী সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১১ জন শিক্ষার্থীর সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


এক‌ইভাবে দুপুর ১টায় সহকারী শিক্ষক মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে সাতক্ষীরা এ করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়েও সততা পুনর্গঠন করা হয়েছে।


এইদিনে তুজলপুর জিসি মাধ্যমিক ও বল্লী মাধ্যমিক বালিকা বিদ্যালয় দুটি তারা সততা সংঘের কমিটি পুনর্গঠন করেছে। এসকল কমিটিকে গাইড দেওয়ার জন্য ৫ সদস্যের একটি করে পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। 


সততা সংঘের কমিটি পুনর্গঠন ও সততা স্টোর পর্যবেক্ষণ পরবর্তী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং স্কুল দুটিতে দুর্নীতি দমন কমিশন এর প্রতিষ্ঠিত সততা স্টোর তদারকি করেন।

No comments