শিবপুর ইউনিয়ন জামায়াতের মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ৫ নং শিবপুর ইউনিয়ন জামায়াতের মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকটি শুরুবার (০৯ জানুয়ারী) সন্ধ্যায় ইউনিয়ন জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের পরিচালনায় এবং ইউনিয়ন আমীর মাওঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বৈঠকটি উদ্বোধন করা হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত-ইসলামী সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কর্মপরিষদ সদস্য মসলেম আলী ও মাসুম বিল্লাহ।
ইউনিয়ন জামায়াতের সকল রুকন উপস্থিত ছিলেন বৈঠকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বর্তমান সময় অনেক চ্যালেঞ্জের, এই সময় রুকনদের হতে হবে আদর্শবান, সময়োপযোগী এবং সংগঠনের প্রতি নিবেদিত। সমাজ পরিবর্তনে রুকনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বৈঠকে রুকনদের ব্যক্তিগত মূল্যায়ন, সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকটি এক অধ্যাত্মিক ও প্রেরণামূলক পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাসিক রুকন বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments