ads

শিরোনাম :

ভোমরা ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

 



মোঃ হাফিজুল ইসলাম : সাতক্ষীরা সদর উপজেলার ৬ নং ভোমরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায়  ভোমরা ইউনিয়ন জামায়াতের নিজস্ব কার্যালয়ে ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামানের সঞ্চালনায় এবং ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার কবিরের সভাপতিত্বে ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সদর উপজেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ভোমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে এবং দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে দায়িত্বশীলদের আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে সর্বোচ্চ সংখ্যক ভোটার বৃদ্ধি করে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে দেশ দুর্নীতিমুক্ত হবে এবং অপশাসন ও দুঃশাসন থেকে মুক্তি পাবে—ইনশাআল্লাহ।”


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম বাহাদুর, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুল গফফার, টিম সদস্য মোঃ আজিজার রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

No comments