ads

শিরোনাম :

ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ভূমি মেলা এর শুভ উদ্বোধন হয়েছে আজ

 



সাতক্ষীরা নিজস্ব প্রতিনিধি :

উপজেলা নির্বাহী অফিসার জনাব,মোঃআসাদুজ্জামান স্যারের সার্বিক তত্ত্বাবধানে আজ দেবহাটা এসিল্যান্ড অফিসে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।


পরবর্তীতে শিক্ষার্থীদের ভূমি সম্পর্কীত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে সখিপুর আলিম মাদ্রাসায় সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সর্বসাধারণের উদ্দেশ্যে সচেতনতা মূলক মেসেজ:-

★আপনারা ভূমি সম্পর্কীত যে কোনো সেবা পেতে সরাসরি ভুমি অফিস অথবা এসিল্যান্ড অফিসে যোগাযোগ করবেন কোন প্রকার মাধ্যম বা দালাল ছাড়াই।এ ছাড়াও অনলাইনে আপনার সকল সেবা পাবেন।

★যারা নতুন জমি ক্রয় করেছেন কিন্তু মিউটেশান করেন নাই,তারা দ্রুত মিউটেশন করিয়ে নিতে হবে তা নাহলে যদি অন্যকাউকে আপনার জমির মালিক জমিটা ২য় বার বিক্রি করে ঝামেলা হতে পারে।

★যাদের খাজনা বকেয়া আছে খাজনা পরিশোধ করতে হবে।যাদের ডিসিআর এর জমি তাদের ডিসিআর কাটতে হবে অন্যথায় আপনার জমিটি অন্য যারা নিতে চাই তাদের দিয়ে দেওয়া হবে।

★যদি ভুমি রিলেটেড কোনো সমস্যা হয় আপনার এলাকাতে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আছে তাকে জানাবেন অথবা আমাদের সরাসরি জানাতে পারেন।আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব,মোঃআসাদুজ্জামান স্যার যিনি আগেও এ সম্পর্কীত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা তার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো।ইনশাআল্লাহ 


ধন্যবাদ সবাইকে,মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি।

No comments