সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত,আহত ৬
![]() |
নিজস্ব প্রতিনিধ : সাতক্ষীরা যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা- আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা থানাধীন রাড়ালক্ষ্মি গ্রামের ইব্রাহীম গাজীর ছেলে হযরত আলী গাজী। একই উপজেলার লক্ষীখোলা গ্রামের আব্দুল আজিজের মেয়ে ফাতেমা খাতুন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের গফফার শেখের স্ত্রী নাজমা খাতুন, একই উপজেলার দরগাহপুর গ্রামের রজব আলী সরদারের ছেলে ইজিবাইক চালক মোজাম্মেল সরদার ও সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী সরদার।আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে নিহত শিশুর নাম মুস্তাকিম হোসেন (২)। তার মায়ের নাম শাপলা খাতুন। আহত শাপলা খাতুন আশাশুনি উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের গফ্ফার শেখের মেয়ে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুজ্জামান জানান, আহত ছয়জনের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, নিহত শিশু মোস্তাকিমের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে।তিনি আরও জানান,তিনি আরো জানান, বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় এখনো আটক করা যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
No comments