ads

শিরোনাম :

সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর এলাকার মাদকসম্রাট শাহীন এর অত্যাচারে অতিষ্ঠ


             সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর এলাকার মাদকসম্রাট শাহীন এর অত্যাচারে অতিষ্ঠ


সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর এলাকার মাদকসম্রাট শাহীন এর অত্যাচারে অতিষ্ঠ। 

এলাকাবাসী মাদক বিক্রেতা শাহীন স্ত্রী পারুল এবং প্রধান সহযোগী আসাদুল এর ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে সাহস পাই না এলাকাবাসী জানান যে মাদক সম্রাট শাহীন খুব হিংস্র প্রকৃতির যার কারনে এলাকার মেয়ে ঘরের বউ দের বাহিরে বের হওয়াটাই ভয়ের। মাদক সেবনকারিদের অসহজন্মমূলক আচরণ কার্যকলাপের জন্য ভয়ে থাকতে হয় তাদের। 

সাতক্ষীরা সদর থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এই মাদক ব্যবসা শাহীন শুধু ভোমরা এলাকাতেই সীমাবদ্ধ নয় শশুর বাড়ি ডাকাত গ্রামে তার নিজস্ব আট বিঘা মৎসকের আছে সেখানেও চালিয়ে যাচ্ছে ভয়ংকর এই মাদক ব্যবসা। তার মোবাইল ফোনে জানতে চাইলে সে বলে আমি এই মাদক ব্যবসা  সবাইকে ম্যানেজ করে এই ব্যবসা করি।আর
সূত্র: ভোমরা প্রতিনিধি সাতক্ষীরা 

No comments