ads

শিরোনাম :

অনলাইন জুয়া সেন্টিগ্রেডের হোতা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ শীতলপুর গ্রামের মো: হাবিবুউল্লাহর ছেলে রফিকুল ইসলাম রাসেল।

 অনলাইন জুয়া সেন্টিগ্রেডের হোতা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ শীতলপুর গ্রামের মো: হাবিবুউল্লাহর ছেলে রফিকুল ইসলাম রাসেল।



সাতক্ষীরা প্রতিনিধি :সাইফুল আজম


বর্তমান ঠিকানা মধুমল্লার ডাঙ্গী LBTC কয়েন অনলাইন জুয়ার সম্রাট । তার অনেক গুলো পরিচয় আছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। কখনো বিমান বাহিনীর অডিট অফিসার,আল - আরাফা ইসলামি ব্যাংক ও সিটি  ব্যাংকের উর্ধ্বতন  কর্মকর্তা, ভোক্তা অধিকারেরর অফিসার,কাস্টমস  অফিসার,সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ইত্যাদি।


এ ছাড়াও আরও অনেক পরিচয় বহন করে। মূলত সে একজন প্রতারক, জুয়াড়ি। তার খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হয়ে গেছে ইতিমধ্যে। সবাইকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন সাতক্ষীরার সুশীল সমাজ।


 ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের  পক্ষ থেকে এই ব্যক্তির শাস্তির দাবি করছে এবং একই সাথে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বহু ভুক্তভোগী পরিবার।অনলাইন জুয়ায়  আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ।এ যেন  মাদকের চেয়েও ভয়াবহ নেশা অনলাইন জুয়া যার ফলে ধ্বংসের মুখে অসংখ্য পরিবার। 


অনলাইন জুয়া বন্ধের জোর দাবি জানিয়েছেন সাতক্ষীরা জেলার সর্বস্তরের মানুষ ।সাতক্ষীরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি

No comments